Tuesday, February 28, 2017
Monday, February 27, 2017
তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতায় সুষ্ঠু মোকাবেলা শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা
ivBmyj
Bmjvgt Rjve×Zvq
myô mgm¨v †gvKv‡ejvq Ziæb‡`i D‡`¨v‡M wewfbœ Kg©m~wPi Av‡jv‡K gvbevwaKvi msiÿb I
cwi‡ek Dbœqb ms¯’vi ev¯Íevq‡b GKkvb GBW evsjv‡`k Gi mn‡hvMxZvq ejøx jvemv I
bMiNvUv BDwbq‡bi wcwQ‡q cov myweav ewÂZ hyeK‡`i D‡`¨v‡M ZvjZjv Av`k© gva¨wgK
we`¨vj‡q mKvj 11Uvq weZK© cÖwZ‡hvwMZv AbywôZ nq| weZ‡K©i cÖwZcv`¨ welq wQj- Ò
G‡mv ‡n Ziæb, ey‡K wb‡q GKZvi Mvb, Avgv‡`i mgm¨v AvgivB Ki‡ev mgvavbÓ| D³ weZK©
cªwZ‡hvMxZvq wePviK gÛjx wn‡m‡e Dcw¯’Z wQ‡jb ZvjZjv ¯‹zj g¨v‡bwRs KwgwUi mfvcwZ
†gvt Avwe`vi ingvb, h_vµ‡g cÖavb wkÿK †gvt †iRvDj Kwig, mnKvwi wkÿK g½j Kzgvi
miKvi, †`‡ek iÄb gÛj, bvwn`v myjZvbv, jvemv BDwbq‡bi 9bs Iqv‡W©i BDwc m`m¨
gwbiæj Bmjvg| weZ‡K©i c‡ÿ wec‡ÿ e³e¨ Dc¯’vcb K‡ib c‡ÿi `j‡bZv Rq mi`vi, AvwQqv
LvZzb, Zvwbqv LvZz, k¨vgjx wek¦vm, AvwZK gyRvwn`| Ges wec‡ÿi `j‡bZv Bw¯ÍKvi
†nv‡mb, Avãyjøvn Avj gvgyb, Zcb Kzgvi Zzwnb, evmbv‡evjv, mygbv Av³vi| Abyôv‡b
AviI Dcw¯’Z wQ‡jb †nW ms¯’vi cÖKí Kg©KZ©ve„‡›`i g‡a¨ †gŠmywg Av³vi, Avãym mvjvg
wjUb, kwidv LvZzb, AvwRRyi ingvb ev`kv cÖg~L| me †k‡l cyi¯‹vi weZi‡bi gva¨‡g
Abyôv‡bi mgvwß N‡U|
ivBmyj
Bmjvg
d‡Uv
mvsevw`K
01925686531
27.02.17
মিষ্টি আমের মুকুলে সুরভিত সাতক্ষীরা
মাজহারুল ইসলামঃ শীতের প্রস্থান ও বসন্তের মিষ্টি হাওয়ায় হালকা সোনালী হলুদ রংয়ের সতেজ মুকুলে ভরে উঠেছে সাতক্ষীরার আমগাছের শাখা-প্রশাখা। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত সমগ্র এলাকা। বাগান জুড়ে শোনা যাচ্ছে মৌমাছির মধু সংগ্রহের গুঞ্জন। গাছে গাছে মুকুলের এই সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে মন হারায় প্রকৃতি প্রেমিকদের। মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করে আর এভাবেই পরাগায়ন ঘঠছে ফুলের। প্রত্যাশিত ফলনের আশায় ব্যস্ততার মধ্যে সময় পার করছেন সাতক্ষীরার আম চাষী ও বাগান মালিকরা। কোথাও কোথাও অগ্রিম আমের বাগান কিনে রেখেছেন আম চাষীরা। ইতোমধ্যেই আম চাষীদের গাছের প্রাথমিক পরিচর্যা শেষ করতে দেখা গেছে। তারা আশা করেন বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে গতবারের তুলনায় এবার বাম্পার ফলন পাবে সাতক্ষীরার আম চাষীরা। এখানে ছোট বড় ও মাঝারী ধরনের আমের বাগান মালিক ও আম ব্যবসায়ীদের থেকে এসকল তথ্য পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখ যোগ্য আম বাগান ব্যবসায়ীরা হলেন সাতক্ষীরা সদরের খড়িবিলা এলাকার খাইরুল মোজাফ্ফার মন্টু, দেবহাটার সফিকুল ইসলাম, আশাশুনীর মনিরুজ্জামান, পাটকেলঘাটার জনি তালা থানার কৌশিক কর্মকার সহ আরও অনেকেই। তারা জানান কৃষি অফিস থেকে তারা ভাল ফলনের জন্য পর্যাপ্ত সহযোগীতা পাচ্ছেন এবং আম চাষীদের পর্যাপ্ত প্রশিক্ষনও দেওয়া হয়েছে বলে জানান তারা। গতবছর এ জেলা থেকে ২৩ টন আম যুক্তরাজ্যের বাজারে রপ্তানি হলেও এবছর সুন্দর পরিস্কার পুষ্ট আম বাছাই পূর্বক রপ্তানী করা সম্ভব হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। এছাড়াও সদর উপজেলার ১৫০টি, কলারোয়ার ১০০টি, দেবহাটার ৪০টি, তালার ৮৭টি সহ ১০০ হেক্টর জমির মোট ৩৭৭টি আম বাগানের ২২০ জন মালিকের মোট ১৪ হাজার ৪৫১ টি আম গাছকে অধিক প্রশিক্ষনের মাধ্যমে ফরমালিন মুক্ত ন্যাংড়া, আ¤্রপলি ও হিমসাগর আম যুক্তরাজ্যের বাজারে রপ্তানির উদ্দেশ্যে উন্নত বাগান প্রস্তুত করা হচ্ছে। আর এ সকল আম বাগান থেকে ৫০০ মেট্রিক টন আম সংগ্রহ করে বাছাই করে ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তনি সম্ভব বলে মনে করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জন্য কোয়ারেন্টাইনের এক্সপোর্ট ডিডি, বাংলাদেশ ফুড এন্ড ভেজিটেবল এক্সপোর্ট এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ সাতক্ষীরার আম বাগানগুলো পরিদর্শন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, সাতক্ষীরা জেলায় এবার আবাদ করা হয়েছে ৩৯৫০ হেক্টর জমি। যা গতবারের তুলনায় ৫০ হেক্টর বেশি জমিতে আবাদ করা হয়েছে। আর আম উৎপানের লক্ষ্যমাত্রা ৫০ মেট্রিক টন। যা গতবারের তুলনায় ১৫ মেট্রিক টন বেশি। তাছাড়াও সাতক্ষীরার বিভিন্ন জায়গায় অব্যবসায়িক ছোট ছোট আমের বাগানও দেখা যাচ্ছে। আমের বাম্পার ফলন আশা করার পাশাপাশি প্রকৃতি প্রেমিদের নজড় কেড়েছে মিষ্টি আমের সুরভিত মুকুল।
সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে মুক্তখবরের ফটো সাংবাদিক
মাজহারুল ইসলাম
০১৯৭৭৬৯৬৯০১
২৭.০২.১৭
ফটো আছে-----------
Saturday, February 25, 2017
দেবহাটা বিশেষ প্রতিবন্ধী স্কুলে দুধ ও ডিম খাওয়ালেন প্রাণী সম্পদের নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ- আল- আসাদ
ঃপ্রেস বিজ্ঞপ্তিঃ
“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রæতি সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দেবহাটা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দেবহাটা বিশেষ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য দুধ ও ডিম খাওয়ানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ- আল- আসাদ দুধ ও ডিম খাওয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণপদ বিশ্বাস, ভেটেনারি সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিবন্ধী স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (ডিডিসি) নির্বাহী পরিচালক ও স্কুলের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদের মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব ফজলুর রহমান, সরজিৎ কুমার পাল, প্রতিবন্ধীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা প্রেরক
মোঃ রিয়াজুল ইসলাম
নির্বাহী পরিচালক
ডিডিসি
০১৭৬৩ ৫৫৭৪৪০
২৫.০২.২০১৭
“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রæতি সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দেবহাটা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দেবহাটা বিশেষ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য দুধ ও ডিম খাওয়ানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ- আল- আসাদ দুধ ও ডিম খাওয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণপদ বিশ্বাস, ভেটেনারি সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিবন্ধী স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (ডিডিসি) নির্বাহী পরিচালক ও স্কুলের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদের মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব ফজলুর রহমান, সরজিৎ কুমার পাল, প্রতিবন্ধীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা প্রেরক
মোঃ রিয়াজুল ইসলাম
নির্বাহী পরিচালক
ডিডিসি
০১৭৬৩ ৫৫৭৪৪০
২৫.০২.২০১৭
Friday, February 24, 2017
সাতক্ষীরায় ট্রলিতে চাপা পড়ে চালক নিহত শোক সইতে না পেরে চাচার মৃত্যু
mvZÿxivq Uªwj‡Z Pvcv c‡o PvjK wbnZ
†kvK mB‡Z bv †c‡i PvPvi g„Zz¨
mvZÿxivq Avãyj gv‡R` bv‡g
GK e¨w³ wbR Uªwj‡Z Pvcv c‡o wbnZ n‡q‡Qb| G NUbvq †kvKvnZ IB Uªwj Pvj‡Ki PvPv ¯‹zj
wkÿK AvZvDi ingvbI †÷ªv‡K AvµvšÍ n‡q g„Zz¨ eiY K‡i‡Qb| g½jevi (21 †deªæqvwi)
†ejv 11Uvi w`‡K mvZÿxiv m`i Dc‡Rjvi gvQ‡Lvjv MÖv‡g G NUbv N‡U| wbnZ Uªwj PvjK cvi
gvQ‡Lvjv MÖv‡gi KImvi Avjxi †Q‡j I AvZvDi ingvb gvQ‡Lvjv nvB¯‹z‡ji mnKvix wkÿK|
cÖZ¨ÿ`kx©iv Rvbvb, Avãyj gv‡R` Uªwj Pvwj‡q gvQ‡Lvjv BUfvUvq hvw”Qj| fvUvi
KvQvKvwQ †cuЇQ Uªwji wmU †f‡O wZwb wb‡P c‡o hvb| Gmgq UªwjwU Zv‡K Pvcv w`‡q cvk¦©eZx©
Lv‡` c‡o| ZvrÿwYK GjvKvevmx Zv‡K D×vi K‡i m`i nvmcvZv‡j †bIqvi c‡_ Zvi g„Zz¨
nq| Gw`‡K, fvB‡cv gv‡R‡`i G Ae¯’v †`‡L evwo‡Z hvb AvZvDi ingvb| evwo‡Z wM‡q ¯¿x‡K
wb‡q nvmcvZv‡ji c‡_ iIbv nIqvi mgq †÷ªv‡K AvµvšÍ nb wZwb| ZvrÿwYK Zv‡KI
nvmcvZv‡j †bIqvi c‡_ Zvi g„Zz¨ nq| mvZÿxiv m`i _vbvi mnKvix Dc-cwi`k©K (GGmAvB)
ˆmq` Avjx welqwU wbwðZ K‡i‡Qb|
Wednesday, February 22, 2017
Subscribe to:
Posts (Atom)