Saturday, February 25, 2017

দেবহাটা বিশেষ প্রতিবন্ধী স্কুলে দুধ ও ডিম খাওয়ালেন প্রাণী সম্পদের নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ- আল- আসাদ

ঃপ্রেস বিজ্ঞপ্তিঃ



“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রæতি সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দেবহাটা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দেবহাটা বিশেষ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য দুধ ও ডিম খাওয়ানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ- আল- আসাদ দুধ ও ডিম খাওয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণপদ বিশ্বাস, ভেটেনারি সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিবন্ধী স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (ডিডিসি) নির্বাহী পরিচালক ও স্কুলের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদের মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব ফজলুর রহমান, সরজিৎ কুমার পাল, প্রতিবন্ধীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা প্রেরক

মোঃ রিয়াজুল ইসলাম
নির্বাহী পরিচালক
ডিডিসি
০১৭৬৩ ৫৫৭৪৪০
২৫.০২.২০১৭

No comments:

Post a Comment