Wednesday, March 1, 2017

কলারোয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়ে ৭০ হাজার টাকার মালামাল ভস্মিভুত !


এস.কে কামরুল হাসান: গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কলারোয়ার ছলিমপুর বাজারের চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত সৃষ্টি হয়ে ২টি দোকানসহ দোকানের মালামাল আগুনের পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে কলারোয়ার খোরদো সড়কের  ছলিমপুর বাজারে। স্থানীয় বাজারের দোকানদার জানান যে হঠাৎ আগুনের  শিখা চারিদিকে আলোকিত হলে  গ্রামবাসীরা জানতে পারে যে বাজারে আগুন লেগেছে।  এ অগ্নিকান্ডে দোকানের প্রোঃ মনির সরদার ও ইজ্জতউল্লাহ শেখের ২ টি দোকানে আগুনে পুড়ে যাওয়ায় তাদের উভয়ের ৭০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।এদের মধ্যে মনির হল একজন সাইকেল মেকার ও  সাইকেল পার্টসের দোকান ও ইজ্জতউল্লাহ হল চায়ের দোকানের মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান,  আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে বাজারের গ্রামের মনির সরদার সাইকেলের দোকানের মালামালসহ ও ইজ্জতউল্লাহ শেখের চায়ের দোকানের পণ্যসহ বিভিন্ন আসবাবপত্র  পুড়ে ছাই হয় দোকান ২ টি। তাদের পরিবার যখন গভীর ঘুমে মগ্ন তখন আকষ্মিক ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ভোরবেলায় মানুষের চোখে এটা দৃষ্টিগোচর হয়। ক্ষতিগ্রস্থ মনির সরদার ও ইজ্জতউল্লাহ শেখ সহ তাদের পরিবার এখন হতাশাগ্রস্থ।

এস.কে কামরুল হাসান
০১৭২৯৫৭৭৪১৬
০১.০৩.১৭




No comments:

Post a Comment